পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।  শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের। আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।  বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।  বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।  এদিকে পাকিস্তানের প্রধানমন

পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।  শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের। আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।  বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।  বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।  এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সারা দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। আর শান্তি ফিরিয়ে আনতে জনগণ এসব অভিযান ও সরকারের পাশে আছে বলেও জানান তিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow