পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন নিহত
একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, ঘঠনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় । শুক্রবার সকালে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে এবং পাশের আরও তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধাক্কায় আশপাশের সাতটি বাড়ির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ধসে পড়ে। রেসকিউ ১১২২ জানায়, ভোর ৫টা ২৮ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ২০টির বেশি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ ইউনিট উদ্ধারকাজে নামে। ধ্বংসস্তূপ থেকে পাওয়া মরদেহের সংখ্যা ১৫–এ দাঁড়িয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আলাইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সালাবাদ কমিশনারের কার্যালয় জানায়, ঘটনাস্থলে কোনো বয়লার ছিল না; গ্যাস লিকেজই বিস্ফোরণের মূল কারণ। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলেও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রিপোর্ট তলব করেছেন। পুলিশ ও রেসকিউ কর্মকর্তাদের আরও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন NTUF এ দুর্ঘটনাকে শ্রমিক নিরাপত্তায় “চরম অবহেলা” হিসেবে অভিহিত করেছে এবং নিহত প্রতি শ্রমিকের পরিবারকে ক্
একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, ঘঠনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় । শুক্রবার সকালে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে এবং পাশের আরও তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধাক্কায় আশপাশের সাতটি বাড়ির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ধসে পড়ে।
রেসকিউ ১১২২ জানায়, ভোর ৫টা ২৮ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ২০টির বেশি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ ইউনিট উদ্ধারকাজে নামে। ধ্বংসস্তূপ থেকে পাওয়া মরদেহের সংখ্যা ১৫–এ দাঁড়িয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আলাইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফয়সালাবাদ কমিশনারের কার্যালয় জানায়, ঘটনাস্থলে কোনো বয়লার ছিল না; গ্যাস লিকেজই বিস্ফোরণের মূল কারণ। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলেও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রিপোর্ট তলব করেছেন। পুলিশ ও রেসকিউ কর্মকর্তাদের আরও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন NTUF এ দুর্ঘটনাকে শ্রমিক নিরাপত্তায় “চরম অবহেলা” হিসেবে অভিহিত করেছে এবং নিহত প্রতি শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
সূত্র- দ্যা ডন।
What's Your Reaction?