পাকিস্তানে যেতে পেরে খুশি মালালা ইউসুফজাই

2 days ago 11

শিক্ষা সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে গেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ইসলামাবাদে বৈশ্বিক নারী শিক্ষার দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মালালার এই সফর।

পাকিস্তানে পৌঁছে মালালা বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও খুশি।

২০১২ সালে মালালা যখন স্কুল শিক্ষার্থী তখন পাকিস্তান তালেবান তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এরপর পাকিস্তান ছাড়েন মালালা।

সম্মেলনে রোববার (১২ জানুয়ারি) মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার এক এক্স বার্তায় এই নোবেল জয়ী বলেন, আমি সব মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার কথা বলবো।

তাছাড়া আফগান নারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের কেন তালেবানকে জবাবদিহি করতে হবে সে বিষয়েও কথা বলবেন মালালা।

এদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানো নারী ও শিশুরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

Read Entire Article