পাকিস্তানে ৫ তলা আবাসিক ভবন ধসে নিহত ৪

2 months ago 9

পাকিস্তানে করাচির লিয়ারির বাগদাদি এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে কমপক্ষে ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত চারটি মরদেহ ও ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তুলনামূলকভাবে হালকা ও তারা চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন>

ট্রমা সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত নারীর বয়স প্রায় ৪০ বছর এবং তার শরীরে একাধিক হাড় ভেঙে গেছে ও মারাত্মক জখম হয়েছে।

ডেপুটি কমিশনার (দক্ষিণ) জানিয়েছেন, ধসে পড়া ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করছিল। সেখানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

অতিরিক্ত নিরাপত্তার জন্য খালি করে ফেলা হয়েছে। ধসে পড়া ভবনের পাশে অবস্থিত সাততলা ভবনের সিঁড়িও ধসে পড়েছে।

পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জনগণকে নিরাপদ দূরত্বে সরে যেতে আহ্বান জানাচ্ছেন।

উদ্ধার কর্মকর্তারা জানান, রাস্তা সরু ও বন্ধ থাকায় ভারী যন্ত্রপাতি পৌঁছাতে দেরি হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন।

সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটি সূত্রে জানা গেছে, ধসে পড়া ভবনটি প্রায় ৩০ বছরের পুরোনো এবং দীর্ঘদিন ধরে জীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল আগেই, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Read Entire Article