পাকিস্তানের ওপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ

2 hours ago 5

বাংলাদেশ আর পাকিস্তান-দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো একরাশ হতাশা নিয়ে। আজ (বৃহস্পতিবার) রাওয়ালপিন্ডিতে দুই দলের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এবারের আসর জয় ছাড়াই শেষ করতে হচ্ছে তাদের।

তবে হতাশার মধ্যেও বাংলাদেশ একটু স্বস্তি পেতে পারে। নাজমুল হোসেন শান্তর দল 'এ' গ্রুপে তলানিতে থেকে শেষ করেনি। এই গ্রুপে সবার শেষে অবস্থান পাকিস্তানের, বাংলাদেশ এক ধাপ ওপরে।

বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটি পরিত্যক্ত। দুই দলের পয়েন্ট সমান ১।

তবে নেট রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেট (-০.৪৪৩) এবং পাকিস্তানের (-১.০৮৭)।

ফলে গ্রুপে বাংলাদেশ তিন নম্বর এবং পাকিস্তান চার নম্বরে থেকে শেষ করলো। এই গ্রুপের সেরা দুই দল নিউজিল্যান্ড এবং ভারত। দুই দলেরই ২ ম্যাচে ২ জয়।

গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর ভারত। এই ম্যাচে যারা জিতবে, তারাই এক নম্বরে থেকে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

এমএমআর/এমএস

Read Entire Article