পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও নেই চ্যাপম্যান

18 hours ago 6

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মিস করেছেন মার্ক চ্যাপম্যান। কিউই এই ব্যাটার খেলতে পারবেন না শনিবার মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও। তার বদলি হিসেবে এবারও খেলবেন টিম সেইফার্ট।

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডের সময় চোটে পড়েন চ্যাপম্যান। শুক্রবার অনুশীলনের পর জানা গেছে, তিনি এখনও পুরোপুরি ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি।

চ্যাপম্যানের ছিটকে পড়া নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। ইনজুরিতে পড়ার আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি, যে ম্যাচে ৭৩ রানে পাকিস্তানকে হারায় কিউইরা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিতেছে নিউজিল্যান্ড। ৮৪ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল।

এমএমআর

Read Entire Article