পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই’র আসন্ন বিক্ষোভ মোকাবিলায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আগামী ২৪ নভেম্বরের এই বিক্ষোভ সামনে রেখে শহরটিতে ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই মাস।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে ২২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন এবং ১ হাজার ২০০ কন্টেইনার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, দাঙ্গা দমন সরঞ্জাম সংগ্রহের জন্য সরকারের কাছে বিপুল চাহিদা জানানো হয়েছে।
আরও পড়ুন>>
- বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক
- পাকিস্তানজুড়ে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়া বিভ্রাট, কারণ ‘অজানা’
- পাকিস্তানে আন্দোলনের ভয়ে কনটেইনার দিয়ে রাস্তা ব্লক
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ মোকাবিলায় ৪০ হাজার টিয়ারগ্যাস শেল, দুই হাজার টিয়ারগ্যাস বন্দুক, ৫০ হাজার রাবার বুলেট এবং ২ হাজার ৫০০ বন্দুক প্রয়োজন। একই সঙ্গে পাঁচ হাজার দাঙ্গা দমন কিট চাওয়া হয়েছে। জনবল সংগ্রহের জন্য পাঞ্জাব ও সিন্ধু পুলিশ, ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি এবং রেঞ্জার্সের সহযোগিতা চাওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য বিক্ষোভস্থল ও শহরের বিভিন্ন অংশে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফয়সাল এভিনিউ, মারগাল্লা রোড এবং খায়াবান-ই-সোহরওয়ার্দী এলাকায় রেড জোনের নিরাপত্তা আরও জোরদার করার চিন্তাভাবনা চলছে।
ইসলামাবাদের প্রশাসন ১৪৪ ধারা অনুযায়ী ১০টি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে:
১. পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত
২. মিছিল ও র্যালি
৩. আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার (নিরাপত্তা বাহিনী ছাড়া)
৪. উচ্চৈস্বরে ক্যাসেট প্লেয়ার বা সাউন্ড সিস্টেম ব্যবহার
৫. বাজি ও আতশবাজি বিক্রি ও ব্যবহার
৬. হ্যান্ডবিল বিতরণ ও পোস্টার লাগানো
এদিকে, ইমরান খানের দল পিটিআই’র কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থান করবে।
তবে প্রশাসন বলছে, বিক্ষোভ দীর্ঘস্থায়ী হলে জনজীবনে বিপর্যয় সৃষ্টি হতে পারে। তাই বিক্ষোভকারীদের ঠেকাতে এবং শহরের সুরক্ষায় সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র: ডন
কেএএ/