পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনঃস্থাপনে চিন্তিত ভারত
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে পণ্যবাহী কোনো জাহাজ। বুধবার করাচি থেকে রওনা হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। এ ঘটনাকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন। এদিকে, পাকিস্তান হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনঃস্থাপনে ভারত চিন্তিত। এ ঘটনাকে দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তবে, এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের