পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্ল্যাকআউট চলাকালীন জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।
জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, সব নাগরিকের সহযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সতর্কতামূলক পদক্ষেপ আমাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। অনুগ্রহ করে সবাই নির্দেশনা মেনে চলুন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
এছাড়াও, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং কেউ নির্দেশনা লঙ্ঘন না করে।
সীমান্তবর্তী জেলা হিসেবে গুরদাসপুরের প্রশাসন এর আগেও এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে ‘অপারেশন সিন্দুর’-এর পর এটিই প্রথম বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এসএএইচ

                        5 months ago
                        104
                    








                        English (US)  ·