পাকিস্তানের ৩ স্থানে মিসাইল হামলা

3 months ago 30
পাকিস্তানের তিনটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, ভারত পাকিস্তানের তিনটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাওয়ালপুরে হাফিজ সাঈদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, যেখানে তিনটি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। এ ছাড়া,  কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ডিজি আইএসপিআর এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।
Read Entire Article