পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি

1 month ago 20

ফরিদপুরে ভিনদেশি পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (২ ডিসেম্বর) সকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস ও আশপাশে বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলামের স্মরণে এমন উদ্যোগের সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান, স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান লিমন, জেলা ছাত্রদলের সদস্য মাহিম, কলেজ শিক্ষার্থী নয়ন, শিহাব, আপন, সাব্বির ও রাকিবসহ অনেকেই।

পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি

জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।

তারা আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান বলেন, শীত মৌসুমে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পাখিরা ফরিদপুরে আসে। তাদের নির্ভরযোগ্য আবাসস্থল তৈরি করা হয় সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন গাছে গাছে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

Read Entire Article