পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবে উইনরক ও প্রাণ-আরএফএল

5 days ago 3

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, জীবনযাত্রার মানোন্নয়ন, পুনঃপাচার প্রতিরোধ এবং সর্বোপরি মানবপাচারবিরোধী লড়াই চালিয়ে যেতে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

এ বিষয়ে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ‘আশ্বাস’ প্রকল্পের পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এটি প্রাণ-আরএফএল গ্রুপ ও আশ্বাস প্রকল্পের মানবপাচারের শিকার ভুক্তভোগীদের পুনর্বাসন সংক্রান্ত যৌথ উদ্যোগের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে প্রতিষ্ঠান দুটি সফলতার সঙ্গে অর্ধশতাধিক মানবপাচারের শিকার ভুক্তভোগীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।

চুক্তির আওতায় ভুক্তভোগীদের প্রাণ-আরএফএল গ্রুপে কাজের ব্যবস্থা, উদ্যোক্তা হিসেবে তৈরি করাসহ এসব পরিবারকে নানাভাবে সহায়তা করতে দুপক্ষ আরও জোরালোভাবে কাজ করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, আশ্বাস-এর সিনিয়র ম্যানেজার (সোশ্যাল প্রোটেকশন) নাজমুল ইসলাম ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ম্যানেজার নোশিন শারমিলি এসময় উপস্থিত ছিলেন।

বিএ/এমএস

Read Entire Article