পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

5 hours ago 5

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিজিবি- ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।’

এর আগে শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম রংপুরের বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর সাবপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের ৪-৫ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে রাতেই রংপুরে একটি ক্লিনিকে নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, আহত ব্যক্তি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) ছিলেন।

রবিউল হাসান/এএইচ/জেআইএম

Read Entire Article