পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ১৬

2 months ago 5

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরিফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন- সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আলামিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়োজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তিনি বলেন, গত ১৪ জুন রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হয়। এরপর পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়।

পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ১৬

তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরিফকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, শরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/বিএ/এএসএম

Read Entire Article