বরগুনার পাথরঘাটায় আকাশে বিদ্যুৎ চমকালেই থমকে যায় পল্লী বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যবস্থা। কথাটি শুনতে যতটা হাস্যকর মনে হয়, বাস্তবে তা ততটাই যন্ত্রণাদায়ক এটাই এখন পাথরঘাটাবাসীর নিত্যদিনের অভিজ্ঞতা।
এলাকায় নেই নিজস্ব কোনো গ্রিড ব্যবস্থা। সবচেয়ে কাছের গ্রিড স্টেশনটি অবস্থিত ভান্ডারিয়ায়, যা পাথরঘাটা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। ফলে সামান্য বজ্রপাত, ঝড়ো হাওয়া বা বাতাসের গতি বাড়লেই ভেঙে পড়ে বিদ্যুৎ... বিস্তারিত