পাদুকা শিল্পে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

2 months ago 7

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাদুকা শিল্পে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। একই দাবিতে তারা মানববন্ধনও করেছে।

পাদুকা প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ‘প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকা (প্রতি জোড়া ১৫০ টাকার মধ্যে) উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূসক/ভ্যাট অব্যাহতি’ পুনর্বহাল করতে হবে।

সংগঠনটির নেতারা বলেন, ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় দেশীয় বাজারে বিদেশি পণ্যের আমদানি বেড়ে গেছে। এতে একদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় ঘটছে, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের গড়ে তোলা এ খাত টিকে থাকার হুমকিতে পড়েছে।

বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির আইন উপদেষ্টা ব্যারিস্টার মো. তাইফুল সিরাজ বলেন, এই সাশ্রয়ী পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। বিশেষ করে শ্রমজীবী, দিনমজুর, কৃষক ও রিকশাচালকদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে।

jagonews24.com

তিনি বলেন, ২০১৬ সালে এই পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৯ জানুয়ারি এক এসআরও’র মাধ্যমে তা প্রত্যাহার করা হয়, যা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূসক আরোপের ভিত্তি তৈরি করেছে।

এসময় দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং প্রয়োজনে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ ফজলু, অফিস সচিব মো. ইমরুল কায়েস, পাদুকা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

এনএইচ/কেএসআর

Read Entire Article