পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

4 hours ago 10

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের বিবদমান দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় রূপসী চাকমা (২৬) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। 

সোমবার (০৩ মার্চ) সকালে পানছড়ির দুর্গম দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত রূপসী চাকমা দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকার বাসিন্দা হেমন্ত চাকমার স্ত্রী।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে সন্তুষ্ট লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমার পিঠে গুলিবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, সকালের দিকে ইউপিডিএফ এবং জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Read Entire Article