পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

1 hour ago 4

মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একসঙ্গে দুজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। 

মৃতরা হলো, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের দুই শিশু ছেলে হাফিজুল (৮) ও হামজা (৫)। 

পরিবার সূত্রে জানা গেছে, শিশু হাফিজুল ও হামজা বুধবার সন্ধ্যায় একসঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা পা পিছলে হঠাৎ পুকুরে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়।

ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Read Entire Article