পানিতে লাশের পাশে পড়েছিল মোটরসাইকেল

2 hours ago 7

যশোরের মনিরামপুরে সড়কের পাশে খাদের পানি থেকে এক ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজগঞ্জ-কেশবপুর আঞ্চলিক সড়কের হাকিমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বড় কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের নাম আব্দুর রশিদ (৪৮)। তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মোহর আলীর ছেলে। পেশায় একজন নৈশপ্রহরী ছিলেন রশিদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে জনৈক এক ঠিকাদারের আওতায় নৈশপ্রহরীর কাজ করতেন। কাজ শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে প্রচণ্ড কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হাকিমপুর মোড়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদের পানির মধ্যে থাকা খেজুর গাছের ওপর আটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী কালবেলাকে বলেন, সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Read Entire Article