পানির তোড়ে ভাঙল সড়ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই-চান্দলা-মাধবপুর সংযোগ সড়ক পুকুরের বাড়তি পানির চাপে ভেঙে পড়েছে। এতে চান্দলা ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়নের সঙ্গে শিদলাই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই ভাঙা অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, শিদলাই ইউনিয়নের সঙ্গে মাধবপুর ও চান্দলা ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র সংযোগ সড়টির যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। গত রোববার রাতে শিদলাই ৫নং ওয়ার্ডের শংসর নগর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি গনাডি এলাকায় প্রায় ২০ ফুট সড়ক পুকুরের বাড়তি পানির চাপে সড়কের পাশের খালে ভেঙে পড়ায় এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা হেঁটে সড়কে চলাচল সচল করতে সড়কের ভাঙা অংশে মঙ্গলবার সকালে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। এ সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীসহ স্থানীয়রা সড়ক পারাপার হচ্ছেন। তবে সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।
শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার বলেন, সড়কটি এভাবে হঠাৎ করে ভেঙে যাওয়ায় আমাদের কলেজে যেতে সমস্যা হচ্ছে। এ কয়দিন মানুষের বাড়ির ওপর দিয়ে কলেজে আসা-যাওয়া করেছি। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে সড়ক পার হচ্ছি। এতেও ঝুঁকি রয়েছে। দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী সাঁকো থেকে পড়ে গেছে। তাই অনেকেই এখনো বাড়ির ওপর দিয়েই চলাচল করছে।
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিদা আক্তার বলেন, আমি নিজেও এ সড়ক দিয়ে চলাফেরা করি। এ ছাড়া অনেক শিক্ষার্থী এ সড়ক দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে। সড়কটি ভেঙে পড়ায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি একটি ব্যস্ততম সড়ক, তাই সড়কের ভাঙা অংশটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, এই সময়ে খালের পানি কম থাকায় পাশের পুকুরের পানির বাড়তি চাপে এ ভাঙনের ঘটনা ঘটেছে। এ ভাঙনের ফলে শিক্ষার্থীসহ স্থানীয়দের অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। এ ধরনের ভাঙন রোধে স্থায়ীভাবে সড়কের উভয় পাশে রিটেইনিং ওয়াল করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই সড়কটি যেন দ্রুত চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন কালবেলাকে বলেন, সড়কের পূর্ব পাশের খালে ট্রলার চলার কারণে পানির ঢেউয়ে আগে থেকেই সড়কের পাড়ে ক্ষয় ছিল। গেল বন্যায় সড়কের পাড় আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল থেকে বন্যার পানি সরে গেছে। তবে সড়কের পশ্চিম পাশে বড় পুকুরের পানি সরতে পারেনি, তাই পুকুরের বাড়তি পানির চাপে সড়কটি খালের ভেতর ধসে পড়েছে। এতে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাঙা অংশের মেরামতের কাজ শুরু করা হয়েছে।
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর কালবেলাকে বলেন, সড়কটি ভেঙে পড়ায় আমার ইউনিয়নের বেশ কয়েকটি এলাকাসহ অন্যান্য ইউনিয়নের লোকজন যারা এ সড়কে যাতায়াত করেন তারা দুর্ভোগে পড়েছেন। সড়কটির ভাঙা অংশ সাময়িক মেরামতের কাজ আমরা শুরু করে দিয়েছি। আশা করছি, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী হয়ে যাবে। স্থায়ীভাবে সংস্কারের জন্য ওই ভাঙা অংশের দুই পাশে রিটেইনিং ওয়াল করার পরিকল্পনা আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, আমি ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারের সঙ্গে সড়কটির ভাঙা অংশ সংস্কারের বিষয়ে আলোচনা করেছি। সড়কটি সচল করতে দ্রুত মাটি এনে সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।