পানের বরজে গাঁজা গাছ

1 month ago 30
রংপুরের মিঠাপুকুরে একটি পানের বরজের ভেতর থেকে ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হাছিয়া দাড়ারপাড় গ্রামের আকমল হোসেনের পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পান বরজের মালিক আকমল হোসেন। ১০ ফুট উচ্চতার দুটি গাছের ওজন ২৯ কেজি ৬০ গ্রাম। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির এসআই আজিজুর রহমান। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় পান বরজের মালিক আকমল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পুলিশের উপস্থিতি পেয়ে অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Read Entire Article