পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ সম্পন্ন হয়েছে।  রোববার (৭ ডিসেম্বর) সকালে পাবনা মেরিন একাডেমি মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা জানি, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। সুতরাং, মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট। সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন
পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ সম্পন্ন হয়েছে।  রোববার (৭ ডিসেম্বর) সকালে পাবনা মেরিন একাডেমি মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা জানি, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। সুতরাং, মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট। সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়েছি। এই খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণে আমি দৃঢ়প্রতিজ্ঞ।  তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে আমাদের পাঁচটি মেরিন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কর্মরত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে। ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি কর্তৃক ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জন ক্যাডেটসহ সর্বমোট ৬৫ ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে।  প্রধান অতিথি সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন। সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল বিভাগ থেকে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণ পদক, নটিক্যাল বিভাগ থেকে ক্যাডেট ক্যাপ্টেন মো. ইউসুফ হোসেন রাফিদ এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন কমান্ড্যান্ট রৌপ্য পদক প্রাপ্ত হন।  এ ছাড়াও পেশাগত বিষয়ে নটিক্যাল বিভাগ থেকে ক্যাডেট ক্যাপ্টেন তৈয়ব ইবনে নূর দিনার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মো. নাইমুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের পুরস্কার লাভ করে। খেলাধুলায় পারদর্শিতা প্রদর্শন করে ক্যাডেট ক্যাপ্টেন তানিমুল হাসান এবং অফিসার লাইক কোয়ালিটিতে ক্যাডেট ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন পুরস্কারপ্রাপ্ত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow