পাবনায় অবৈধ পেট্রোল বিক্রি, জরিমানা ও সিলগালা

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দুটি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করা হয়।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি।তিনি জানান, সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টার নামে একটি অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আটঘরিয়ার একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প সিলগালা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। তা বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সময় র‍্যাব ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাবনায় অবৈধ পেট্রোল বিক্রি, জরিমানা ও সিলগালা

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দুটি অবৈধ পেট্রোল পাম্প সিলগালা করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি।

তিনি জানান, সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টার নামে একটি অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আটঘরিয়ার একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প সিলগালা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। তা বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় র‍্যাব ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow