পাবনায় অগ্নিকাণ্ডে পুড়লো ২০ দোকান, দগ্ধ ৫

3 hours ago 8

পাবনার সুজানগরে একটি বড় তেলের দোকানসহ প্রায় ২০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক, দোকানদার ও শ্রমিকসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাসপাতাল গেটের সামনের হেলাল হাজারী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ।

অগ্নিদগ্ধরা হলেন, সুজানগরের আজমতের ছেলে জসিম (২৫), রেজাউলের ছেলে রাব্বি (২৪), রেজাউল ইসলামের ছেলে মিরাজুল (১৯), তেলের দোকানদার জনাব (৪০) ও শাহজাদপুরের রতনকান্দির মোজাহারের ছেলে জবর আলী (৪৫)। তাদের মধ্যে জনাবের শরীরের প্রায় ২০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মার্কেটের একটি দোকান তেলের ডিপো হিসেবে পরিচিত। সেখানে তেল লোড আনলোডের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানে ব্যাপক তেল থাকায় এবং আশেপাশে অনেক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন প্রায় ২০টি দোকানে ছড়িয়ে পড়ে।

এরপর সুজানগর, সাঁথিয়া, বেড়া ও পাবনা সদরসহ কয়েকটি স্টেশনের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কিছু কিছু দোকান পুড়ছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, সুজানগর অগ্নিকাণ্ডের ঘটনায় রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ৫ জন অগ্নিদগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যান্যদের ১০-১৫ শতাংশ শরীর অগ্নিদগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অত্যন্ত দাহ্য পদার্থ থাকায় কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। পরে সুজানগর সহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সহায়তায় আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।

আলমগীর হোসাইন নাবিল/এমআইএইচএস

Read Entire Article