পারমাণবিক পদক্ষেপ নিয়ে যা জানাল ইরান

2 months ago 76

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হতে পারবে না বলে জানিয়েছে তেহরান।

শুক্রবার জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ইরান পরমাণু শক্তিতে্র সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘ইহুদিবাদী শত্রু চাইছে আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের দৃঢ়তা দুর্বল করতে। কিন্তু এই হামলাগুলো আমাদের দৃঢ়তা আরও বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, আমি আশ্বাস দিতে পারি যে এই পদক্ষেপগুলো আমাদের অদম্য মনোভাবকে বিন্দুমাত্র নাড়াতে পারেনি। বরং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী আমাদের অমোঘ অধিকার অনুশীলন করার সংকল্পকে আরও সুদৃঢ় করেছে।

কামালভান্দি নাতান্‌জ স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌভাগ্যবশত সেখানে কারো প্রাণহানি হয়নি এবং ক্ষয়ক্ষতিও অল্প হয়েছে। নাতান্‌জ ও ফোরদো দুটো স্থাপনাই ভূগর্ভস্থ।

তিনি আরও বলেন, আমরা একটি বিবৃতিতে বলেছি যে স্থাপনার অভ্যন্তরেই রাসায়নিক বা তেজস্ক্রিয় দূষণ হয়েছে, বাইরে নয়। বাইরে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তবে অভ্যন্তরটি পরিষ্কার করার প্রয়োজন রয়েছে।

মেহের নিউজ এজেন্সি
 

Read Entire Article