পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী পলাতক

2 months ago 5

গাজীপুরের জয়দেবপুর ভবানীপুর এলাকার একটি বাসায় কলহের জেরে সোহেল মির্জা (২২) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী।

মঙ্গলবার (১ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল মির্জা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।

সোহেলের ভাই ফারুক বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করেন। একমাস হয়েছে তারা প্রেম করে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে গাজীপুরের ভবানীপুর এলাকায় থাকতেন তারা। গতরাতে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের গোপনাঙ্গ কেটে দেয় তার স্ত্রী।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমার ভাইয়ের স্ত্রী পলাতক রয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। আমাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিরা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল মির্জাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

Read Entire Article