ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রোববার রাতে 'সি' গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামে বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি। ম্যাচে ওশেনিয়া চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল অকল্যান্ড সিটির জালে গোল উৎসব করেন সাচা বোয়ে, মাইকেল ওলিস মুসিয়ালা, থমাস মুলাররা। ম্যাচে দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের বদলি হিসেবে নেমে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ২২ বছর বয়সী জামাল মুসিয়ালা।
এছাড়াও অকল্যান্ডের জালে বল জড়ানোর মধ্যদিয়ে... বিস্তারিত