পার্থে নেই রোহিত, অধিনায়ক বুমরাহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৫ টেস্টের সিরিজ শুরু হবে ২২ নভেম্বর পার্থে। প্রথম টেস্টে খেলতে পারবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ।
রোহিতের স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেওয়ায় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। তার পরিবর্তে প্রথম টেস্টে ভারতের হয়ে ওপেন করবেন লোকেশ রাহুল। ইনজুরির কারণে শুভমান গিলও খেলতে পারবেন না। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় যাবে। তবে সে বোর্ডকে জানিয়েছে যে, এখনই যেতে পারবে না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়। দিন-রাতের টেস্টের আগেই সে দলের সঙ্গে যোগ দেবে। মাঝে নয় দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই।’
এদিতে রাহুল তার ইনজুরি শঙ্কা কাঁটিয়ে বলেছেন, ‘ম্যাচের প্রথম দিন খারাপভাবে আঘাত লেগেছিল। আজ (রোববার) ভালো লাগছে। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছি। এ দেশে তাড়াতাড়ি এসে প্রস্তুতির অনেকটা সময় পেয়েছি ভেবে খুশি। সিরিজের জন্য অনেকটা প্রস্তুতির সময় পেয়েছি।’
ভারতের ফিজিও কমলেশ জৈন রাহুলের চোট নিয়ে বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম যাতে কোনো চিড় না ধরে। আঘাতের পর ৪৮ ঘণ্টা কেটে গেছে। চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছে রাহুল। আশা করি সে তৈরি হয়ে যাবে। তাকে এক্স-রে এবং স্ক্যান করিয়েছিলাম। রিপোর্ট দেখে মনেই হয়েছিল সে দ্রুত সুস্থ হয়ে যাবে। ব্যথা নিয়ন্ত্রণ করাটাই আসল কাজ ছিল। তার আত্মবিশ্বাস ফেরাতেও সাহায্য করেছি।’
এদিকে ভারতকে হারানোর টোটকা দিয়েছেন অজি গ্রেট গ্লেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে ভারত ৩-০-তে হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। কোনো সন্দেহ নেই যে, অস্ট্রেলিয়ার হাতে অনেক অস্ত্র রয়েছে। তাই ভারতকে যতটা পারা যায় চাপে রাখতে হবে। দেখা যাক ওরা চাপ সামলাতে পারে কি না।’
কোহলিকে নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় কোহলি একটু হলেও চাপে রয়েছে। যদি শুরুতেই দুই একটা ইনিংসে খারাপ খেলে তাহলে আরও চাপে পড়বে। সে খুব আবেগপ্রবণ ক্রিকেটার। সে চাঙ্গা হয়ে থাকলে আটকানো কঠিন; কিন্তু ফর্মে না থাকলে তার সমস্যা আরও বাড়বে।’