পার্বত্য চট্টগ্রামে রবির টাওয়ারে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ

2 months ago 39

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নাশকতা চালিয়ে যাচ্ছে স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠীগুলো। এরই মধ্যে সোমবার (২৬ মে) চট্টগ্রামের রাউজান ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় মোবাইল অপারেটর রবির টাওয়ারে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এদিন আরও কয়েকটি সাইটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসব হামলায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে রবি। 

জানা যায়, কয়েক মাস ধরেই পার্বত্য তিন জেলায় রবির অন্তত ৫১টি মোবাইল টাওয়ার বিভিন্নভাবে নাশকতার শিকার হয়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কোথাও ফাইবার অপটিক কাটা হয়েছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে টাওয়ারের নিরাপত্তাকর্মী ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের অপহরণ করা হয়েছে। একই সঙ্গে অপরিচিত নম্বর থেকে নিয়মিতভাবে রবির কর্মকর্তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

অপারেটরটি জানায়, রাউজান ও মাটিরাঙ্গার আগুন লাগানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। যার ফলে স্থানীয় এলাকাগুলোতে মোবাইল ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ করছে। এর আগে একই ধরনের হামলায় খাগড়াছড়ি জেলায় রবির ৩২টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে এখনো কয়েকটি সাইট বন্ধ রয়েছে। তবে এখনো পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রবি কর্তৃপক্ষ।

রবির মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইডটকো বাংলাদেশ মোবাইল টাওয়ারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কিছু টাওয়ার পুনরুদ্ধার করা হলেও, পরবর্তীতে সেগুলোর ওপর আবারও হামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এসব মোবাইল টাওয়ারের সেবা পুনঃস্থাপন ও সাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিটিআরসির সহযোগিতা কামনা করেছে রবি। অপারেটরটি জানায়, এই পরিস্থিতিতে গ্রাহক সেবা চরম সংকটে পড়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ যোগাযোগে প্রভাব পড়ছে। দুর্গম এলাকার মানুষ চিকিৎসা, ওষুধ ও খাদ্যদ্রব্য সংগ্রহেও হিমশিম খাচ্ছে।

Read Entire Article