অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিয়েছেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে দীর্ঘ ৫৬ মিনিটের বক্তৃতা শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে সেটি পান করেন তিনি—অ্যালকোহল গ্রহণের এমন অভিনব এই কৌশল পরিচিত ‘শ্যুয়ি’ নামে। এটি জনপ্রিয় করে তুলেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।
বক্তৃতা শেষে ম্যাকগিন বলেন, ‘আমি... বিস্তারিত