পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আটক একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পক্ষে আদালতে কোন আইনজীবী দাঁড়ায়নি, জামিনও চাওয়া হয়নি। শুনানি শেষে আদালতের বিচারক মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ৫২ জনের জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাইবাছাই করে নাফ নদে মাছ আহরণকারী ২ বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আটক একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পক্ষে আদালতে কোন আইনজীবী দাঁড়ায়নি, জামিনও চাওয়া হয়নি। শুনানি শেষে আদালতের বিচারক মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ৫২ জনের জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাইবাছাই করে নাফ নদে মাছ আহরণকারী ২ বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজারস্থ টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
What's Your Reaction?