পাল্লেকেলেতে রানের তাড়া, চাপে বাংলাদেশ

2 months ago 10
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে রান তাড়া করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ২১.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান, ৪ উইকেটের বিনিময়ে। এখনো জয়ের জন্য প্রয়োজন ১৭৮ রান, হাতে আছে ২৮.১ ওভার এবং ৬টি উইকেট। শুরুতে দারুণ ছন্দে থাকলেও দ্রুত উইকেট হারিয়ে এখন চাপে আছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান আগ্রাসী শুরু এনে দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলের ঝড়ো ১৭ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত (০) আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। অন্যপ্রান্তে ধীরে ধীরে থিতু হতে থাকা পারভেজ হোসেন ইমন ২৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচে আশার আলো দেখাচ্ছিলেন। মাত্র ২৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার এবং ১টি ছক্কার মার। তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি, তার বিদায়ে ১০৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রিজে আছেন তাওহিদ হৃদয় (২৮*) এবং শামীম হোসেন (১*)। এই জুটি কতদূর যেতে পারে, তার উপরই নির্ভর করছে বাংলাদেশের ম্যাচ ভাগ্য। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ব্যর্থতা এই ম্যাচেও চোখে পড়ছে। এখনও জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট আয়ত্বের মধ্যে হলেও, টপ অর্ডারের দ্রুত পতন দুশ্চিন্তা বাড়াচ্ছে। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া চামিরা ও অসিথা ফার্নান্দো নিয়েছেন একটি করে উইকেট।
Read Entire Article