উঠানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। কেউ বিলাপ করে কাঁদছেন, কেউ বা নির্বাক। উঠোনের ঠিক মাঝখানেই রাখা দুটি মরদেহ। সেই দুটি মরদেহ ঘিরে বিলাপ যেন থামছে না। তবে বাস্তবতাকে সঙ্গী করে শেষ পর্যন্ত তাদের দাফন করা হয়েছে পাশাপাশি দুটি কবরে। এসময় স্বজন ও পাড়া প্রতিবেশীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
শুক্রবার (৪ জুলাই) চুয়াডাঙা দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামে দুই ভাইয়ের দাফনের সময় এই হৃদয়... বিস্তারিত