পাশে ছিল না কোনো স্বজন, জল্লাদ শাহজাহানকে হাসপাতালে নেন বাড়িওয়ালা

4 months ago 46

৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিনগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ জানায়, জল্লাদ শাহজাহান বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন।

সোমবার (২৪ জুন) বিকেলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জল্লাদ শাহজাহান সর্বশেষ সাভারের হেমায়েতপুরে থাকতেন। রাতে বুকে ব্যথা শুরু হলে তার বাসার বাড়িওয়ালা কাশেম তাকে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

জল্লাদ শাহজাহানের মরদেহ এখনো হাসপাতালে রাখা হয়েছে। তার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

দীর্ঘ ৩২ বছর পর অবশেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। গত বছরের ১৮ জুন মুক্তি পান তিনি।

টিটি/এমএইচআর/এএসএম

Read Entire Article