পাশে নেই স্ত্রী রোজা: যেভাবে কাটছে তাহসানের দিন, জানালেন নিজেই
ব্যক্তিগত জীবন ও সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই নিজের বর্তমান অবস্থার কথা খোলাখুলি জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করে তিনি বলেন, জীবনের এই কঠিন সময়টিকে তিনি একেবারেই ভিন্নভাবে সামাল দিচ্ছেন। শনিবার (১০ জানুয়ারি) তাহসান জানান, এখন তিনি নিজেকে সময় দিচ্ছেন একাকী ভ্রমণের মাধ্যমে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে খুব একটা দেখা যাচ্ছে না তাকে। এই সময়টায় কীভাবে দিন কাটছে—এ প্রসঙ্গে তাহসান বলেন, বই পড়াই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। ঘুরে বেড়ানো আর বইয়ের পাতায় ডুবে থেকেই তার দিন কেটে যাচ্ছে। মানসিক শান্তির খোঁজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন তিনি। কোলাহল থেকে দূরে, নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে সময় কাটানো আর বই পড়াই হয়ে উঠেছে তার নিত্যদিনের সঙ্গী। তাহসান স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলার ইচ্ছা তার ছিল না। তবে বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া নানা ভুয়া খবরের কারণেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করতে হয়েছে তাকে। তিনি জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে কোনো শুটিং বা কনসার্ট নয়—নি
ব্যক্তিগত জীবন ও সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই নিজের বর্তমান অবস্থার কথা খোলাখুলি জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করে তিনি বলেন, জীবনের এই কঠিন সময়টিকে তিনি একেবারেই ভিন্নভাবে সামাল দিচ্ছেন।
শনিবার (১০ জানুয়ারি) তাহসান জানান, এখন তিনি নিজেকে সময় দিচ্ছেন একাকী ভ্রমণের মাধ্যমে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে খুব একটা দেখা যাচ্ছে না তাকে। এই সময়টায় কীভাবে দিন কাটছে—এ প্রসঙ্গে তাহসান বলেন, বই পড়াই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। ঘুরে বেড়ানো আর বইয়ের পাতায় ডুবে থেকেই তার দিন কেটে যাচ্ছে।
মানসিক শান্তির খোঁজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন তিনি। কোলাহল থেকে দূরে, নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে সময় কাটানো আর বই পড়াই হয়ে উঠেছে তার নিত্যদিনের সঙ্গী।
তাহসান স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলার ইচ্ছা তার ছিল না। তবে বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া নানা ভুয়া খবরের কারণেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করতে হয়েছে তাকে। তিনি জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হবে।
এই মুহূর্তে কোনো শুটিং বা কনসার্ট নয়—নিভৃত জীবনযাপন, নিজের সঙ্গে সময় কাটানো এবং অসুস্থতা কাটিয়ে ওঠাই তাহসানের প্রধান অগ্রাধিকার।
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
What's Your Reaction?