পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আসল পরিচয় গোপন করে বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে গিয়ে তদন্তে ধরা পড়েন ওই যুবক।  কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমদ।  অভিযোগ উঠেছে অফিস কর্তাদের আর্থিক বাণিজ্য আর দালালদের সক্রিয়তার কারণে এ অফিসের অনিয়ম ও রোহিঙ্গাদের পাসপোর্ট করা বন্ধ হচ্ছে না।  জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার জাতীয়পত্র ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট করার জন্য আবেদন ফরম পূরণ করেছিলেন আব্দুল আজিজ। তদন্ত ও রোহিঙ্গা ডাটাবেজ যাচাই করে দেখা গেছে তার আসল নাম আজিজ খান, বাবার নাম সালামত খান হিসেবে শনাক্ত হয়। পরে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমদ কালবেলাকে বলেন, জালিয়াতির মাধ্যমে কেউ যাতে পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আসল পরিচয় গোপন করে বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে গিয়ে তদন্তে ধরা পড়েন ওই যুবক। 

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমদ। 

অভিযোগ উঠেছে অফিস কর্তাদের আর্থিক বাণিজ্য আর দালালদের সক্রিয়তার কারণে এ অফিসের অনিয়ম ও রোহিঙ্গাদের পাসপোর্ট করা বন্ধ হচ্ছে না। 

জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার জাতীয়পত্র ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট করার জন্য আবেদন ফরম পূরণ করেছিলেন আব্দুল আজিজ। তদন্ত ও রোহিঙ্গা ডাটাবেজ যাচাই করে দেখা গেছে তার আসল নাম আজিজ খান, বাবার নাম সালামত খান হিসেবে শনাক্ত হয়। পরে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমদ কালবেলাকে বলেন, জালিয়াতির মাধ্যমে কেউ যাতে পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow