পাসপোর্ট আবেদনকারীদের সহায়তায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে

23 hours ago 6

পাসপোর্ট অফিসগুলো কীভাবে দালালমুক্ত করা যায় সে ব্যাপারে সরকার খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, পাসপোর্ট আবেদনকারীদের সহায়তা করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে পাসপোর্ট অফিস থেকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে।

পাসপোর্ট আবেদনকারীদের সহায়তায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে পাসপোর্ট অফিসের কাছাকাছি কম্পিউটার দোকান গড়ে উঠেছে। এসব দোকান ঘিরে সংঘবদ্ধ দালাল চক্র পাসপোর্ট করতে আসা নিরীহ মানুষকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে নানাভাবে হয়রানি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। দালালদের দৌরাত্ম্যে প্রতিরোধসহ আবেদনকারীদের সহায়তা করতে পাসপোর্ট অধিদপ্তর থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্ধারিত এজেন্ট নিয়োগ দেওয়া হবে।

এমইউ/বিএ/এমএস

Read Entire Article