পাসপোর্ট জটিলতা কাটছে না গুমফেরত বিএনপি নেতা সৈয়দ সাদাতের

2 months ago 29

পাসপোর্ট নিয়ে জটিলতা কাটছে না বলে জানিয়েছেন গুমফেরত এবিএনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ। তিনি বলেন, গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন ১৩০ দিন। এরপর তাকে ছেড়ে দিয়েছে তাও প্রায় ৭ বছর হয়ে গেছে। কিন্তু কোনো দেশে যেতে হলে তাকে কোর্ট থেকে ট্রাভেল পাস নিতে হয়। কেন বা কারা পাসপোর্টে নিষেধাজ্ঞা দিয়েছে তিনি জানেন না।

বিএনপির এই তরুণ জানান, এভিয়েশন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। যখনই ইমেগ্রেশনে যান তখন তাকে হয়রানির শিকার হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়। নানা ধরনের প্রশ্ন করা হয়। একপর্যায়ে কোর্টের আদেশ কপি জাস্টিফাই করে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়। আবার যখন কাজ শেষ করে দেশে ফিরতে তখনো একইরকম হয়রানিতে পড়তে হয়।

সাদাত আহমেদ জানান, ইমেগ্রেশনের অফিসার তাকে বলেছেন, নোটের ঘরে কোনো অভিযোগ নাই। তারপরও কেনো পাসপোর্ট ব্লক তারা বিষয়টি বুঝতে পারছেন না। এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসবি, ডিবিতে গিয়েও কোনো লাভ হয়নি।

আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে অভিযুক্ত করেছেন তরুণ এই বিএনপি নেতা। তিনি জানান, জিয়াউল আহসানই এই কাজ করেছেন।

Read Entire Article