পাহাড় নাকি পর্বত বড়?

3 weeks ago 10

পাহাড়-পর্বত ভ্রমণে যেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে শীত এলেই পাহাড় ভ্রমণে যাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হন। মাইলের পর মাইল পাহাড়-পর্বত ট্রেকিং করে অনেকেই আসমান ছুঁতে চান। অনেকে সফলও হন।

বিশেষ করে মাউন্ট এভারেস্ট পর্ব জয় করার খবর প্রায়ই পাওয়া যায়। দানবীয় আকারের এই পর্বত আরোহণ করা মোটেও সহজ কথা নয়, দিনের পর দিন কঠোর পরিশ্রম করে খাড়া এই পর্বতে উঠে এরই মধ্যে অনেকেই রেকর্ড গড়েছেন।

তবে পাহাড় বড় নাকি পর্বত তা কি জানা আছে আপনার? যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

পাহাড় ও পর্বত দুটি ভিন্ন ধরনের ভূ-গঠন, যাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। তবে সেগুলোর আকার, গঠন, উচ্চতা ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে পর্বত বড় হয়। অন্যদিকে পর্বতের তুলনায় পাহাড় ছোট ও এর উচ্চতাও কম হয়।

পাহাড়ের বৈশিষ্ট্য কী?

পাহাড় হলো একটি উঁচু ভূমির অংশ, যা সাধারণত কম উচ্চতাযুক্ত ও অনেক সময় মসৃণ বা সহজতর হয়। পাহাড়ের উচ্চতা সাধারণত ৫০০ মিটার থেকে ১ হাজার ৫০০ মিটার পর্যন্ত হতে পারে।

পাহাড় নাকি পর্বত বড়?

এটি এককভাবে বা ছোট ছোট পাহাড়ের সমন্বয়ে গঠিত হতে পারে। পাহাড়ের গঠন অনেক সময় মসৃণ বা ঝুঁকিপূর্ণ হতে দেখা যায়। পাহাড়ে সাধারণত ঘন জঙ্গল, ছোট নদী, নদীর তীর ও কিছু প্রাকৃতিক সম্পদ থাকে। বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির পাহাড়গুলো এ ধরনের উদাহরণ।

পর্বতের বৈশিষ্ট্য কী?

পর্বত হলো অনেক উঁচু, বিশাল ও কঠিন গঠনবিশিষ্ট ভূ-তত্ত্ব। পর্বতের উচ্চতা সাধারণত ১,৫০০ মিটার বা তার বেশি হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার।

পর্বত শীর্ষে বরফ, তুষার বা তীব্র শীতলতা থাকতে পারে। পর্বতশৃঙ্গগুলো বড় আকারে গঠিত ও অনেক সময় বৃহৎ পর্বতমালার অংশ হয়ে থাকে।

যেমন- হিমালয় পর্বত, অ্যান্ডিস পর্বত বা রকির পর্বত। এসব পর্বতের গঠন শক্ত ও প্রাকৃতিক পরিবেশ একেবারে ভিন্ন ধরনের, যেখানে প্রাণীজগত, জলবায়ু ও ভূমি অত্যন্ত বৈচিত্র্যময় হয়।

পাহাড় নাকি পর্বত বড়?

পর্বত বড় কেন?

পর্বত বড় হওয়ার মূল কারণ হলো এদের উচ্চতা, বিস্তৃতি ও গঠন ভিন্ন। পর্বতের শিখরগুলো প্রায়ই পাহাড়ের চেয়ে অনেক বেশি উঁচু। এমনকি পর্বতের গঠন আরও জটিল।

পৃথিবীতে যেসব পর্বতের উচ্চতা ৮ হাজার মিটার বা তারও বেশি, সেগুলোকে মহাকাব্যিক হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে আছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লহোতসে ইত্যাদি।

জেএমএস/এএসএম

Read Entire Article