পাহাড়, প্রার্থনা আর প্রকৃতির শক্তি মিলে পোখারার অনন্য সৌন্দর্য
পোখারা এমন একটি শহর, যেখানে ধর্ম, প্রকৃতি আর মানুষ একে অপরের বিপরীতে দাঁড়ায় না; বরং পাশাপাশি পথ চলে। বিন্দাবাসিনী মন্দিরের প্রার্থনা, বিশ্বশান্তি স্তূপের নীরবতা, ডেভিলস জলপ্রপাতের শক্তি আর অন্নপূর্ণা রেঞ্জের স্থির উপস্থিতি সব মিলিয়ে পোখারা আমাকে শিখিয়েছে ধীরে দেখতে, গভীরভাবে ভাবতে।
পোখারা এমন একটি শহর, যেখানে ধর্ম, প্রকৃতি আর মানুষ একে অপরের বিপরীতে দাঁড়ায় না; বরং পাশাপাশি পথ চলে। বিন্দাবাসিনী মন্দিরের প্রার্থনা, বিশ্বশান্তি স্তূপের নীরবতা, ডেভিলস জলপ্রপাতের শক্তি আর অন্নপূর্ণা রেঞ্জের স্থির উপস্থিতি সব মিলিয়ে পোখারা আমাকে শিখিয়েছে ধীরে দেখতে, গভীরভাবে ভাবতে।