পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি, তিন লাখ টাকা জরিমানা

3 months ago 55

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির অপরাধে রমজান আলী নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের চান্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

দণ্ডিত রমজান আলী ওই এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে।

পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি, তিন লাখ টাকা জরিমানা

উপজেলা সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, নারায়নহাট ইউনিয়নের চান্দপুর এলাকায় রাতের আধারে টিলার মাটি কেটে কৃষি জমি ভরাট করার খবর পেয়ে ভোরেই অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে একটি খননযন্ত্র ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত রমজান আলী নিজের অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয় বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

Read Entire Article