পাহাড়ি ঢলে ডুবেছে ফেনী-পরশুরাম সড়ক, ফুলগাজী বাজার প্লাবিত

3 months ago 36

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচা বাজার সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশ করেছে পানি।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরই মধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

jagonews24.com

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভারতীয় উজানের পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, নদীর পানি বাড়ছে। ফুলগাজী উপজেলার দৌলতপুর, বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে।

প্রতিবছরই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এতে সম্পদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

আবদুল্লাহ আল-মামুন/কেএসআর

Read Entire Article