পাহাড়ি ঢলে সীমান্তবর্তী কয়েক গ্রাম প্লাবিত

3 months ago 68

ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার আশপাশের সীমান্তবর্তী কয়েক গ্রাম প্লাবিত হয়েছে।

রোববার (১ জুন) সকালে সরেজমিনে দেখা গেছে, স্থলবন্দরের পাশে দিয়ে বয়ে চলা কলন্দি খাল, কালিকাপুর হয়ে আব্দুল্লাপুর দিয়ে জাজি গাং, বাউতলা দিয়ে মরা গাং ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি প্রবেশের কারণে তলিয়ে যাচ্ছে ওইসব গ্রামের রাস্তাঘাট। এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের কিছু অংশ তলিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত থেকে এসব নদী, খাল দিয়ে পানি ঢুকছে। এতে করে এসব গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে।

আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, গতরাত থেকে পানি ঢুকছে। বন্দরের আশপাশে পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। তবে পানি যেভাবে বাড়ছে এতে করে আখাউড়া-আগরতলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুদেশের বাণিজ্য বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান কালবেলাকে বলেন, হাওড়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ সেন্টিমিটারওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে বিপৎসীমা পার করেনি। বিপৎসীমা থেকে ২ মিটার নিচে আছে।

Read Entire Article