পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন দাবিতে বিক্ষোভ

1 month ago 11

অবিলম্বে পূর্ণ স্বায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

মঙ্গলবার (৫ আগট) দুপুরে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, গ্রামের মুরুব্বি পলাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশের আগে দুপুর ২টার দিকে নির্বাণপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে হয়ে কুতুকছড়ি বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শাসন-শোষণ করে ক্ষমতায় টিকে থাকা গেলে ব্রিটিশরা আজীবন ক্ষমতায় থাকতো। হাসিনার ফ্যাসিবাদও শোষণ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পর আর পাহাড়ে অন্যায়-শোষণ চলবে না। কিন্তু পাহাড়ে শোষণ-নিপীড়ন কমেনি। আজও আমাদের মা-বোনদের ধর্ষিত হতে হচ্ছে। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। ভূঁইফোড় সংগঠনের দাবি মেনে ইউপিডিএফকে ঐকমত্য কমিশন থেকেও বাদ দেওয়া হয়েছে।

তারা অবিলম্বে পূর্ণ স্বায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে মঙ্গলবার সকালে খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সংগঠনের সমাবেশে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

আরমান খান/এসআর

 

Read Entire Article