পায়ুপথে সোনার বার, কারবারি আটক

2 weeks ago 11

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ২৩৩ গ্রাম ২৬৯ মিলিগ্রাম ওজনের ২ পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাত ৪টার দিকে সদর উপজেলার হরিশপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক চোরাকারবারির নাম মো. রুহুল আমিন (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, সদর উপজেলার হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। সংবাদপ্রাপ্তির পর সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোর রাতে বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় রাত ৪টার দিকে হরিশপুর পাকা রাস্তা দিয়ে হেঁটে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মো. আল আমিনকে ১টি মোবাইলসহ আটক করে।

এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে বিজিবির কাছে স্বীকার করে সে। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা।

সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজের কাছে রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Read Entire Article