ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী বলেছেন, পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। যারা এ ধরনের প্রস্তাব করছে তারা আসলে চায় না ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হোক।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কসবা পৌর শহরের আড়াইবাড়ি দরবার শরীফ মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে এতিমখানায় খাবার বিতরণ এবং পৌর শহরে লিফলেট প্রচারণা করেন তিনি।
নাছির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সব সমস্যা দূর হয়ে যাবে। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
একাদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থিতা স্মরণ করে তিনি বলেন, আমি এ এলাকারই বাসিন্দা। গত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাকে এলাকায় আসতে দেয়নি। এবারও আমি মনোনয়নপ্রত্যাশী। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে আছি।
ফ্যাসিবাদী আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো স্থান ছিল না। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনেও জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রামস্থ আখাউড়া সমিতির সিনিয়র সহসভাপতি মো. জাফর ইকবাল হাজারী, আখাউড়া উপজেলা নবীন দলের সাবেক আহ্বায়ক ইয়াসিন আরাফাত, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর আমিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তাতীদলের সভাপতি আরিফ মিয়া, কসবা পৌর নবীন দলের সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।