পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন করবে জামায়াত

1 month ago 8

সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবার পিআর দাবি নিয়ে আন্দোলন করবে দলটি এমনটাই জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার ( ৬ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

সংখানুপাতিক পদ্ধতির (পিআর) দাবি করে আসছে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচন অংশগ্রহণ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর, আমাদের দাবি। আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করবো। পরবর্তীতে কি হয় সেটি দেখার বিষয়।

তিনি বলেন, আমরা মনে করি পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোট, কেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য। সেজন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়ে আসছি।

আরএএস/এসএনআর/এমএস

Read Entire Article