পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

3 hours ago 5
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু বলেছেন, সারা দেশে এখন বিএনপির জয়জয়কার দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতির নাম দিয়ে নির্বাচনকে ষড়যন্ত্রমূলকভাবে পেছানোর অপচেষ্টা চালাচ্ছে।   শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  মীর সরফত আলী সপু বলেন, বাংলাদেশের সবগুলো সেক্টর ফ্যাসিবাদরা নষ্ট করে দিয়ে গেছে। এখান থেকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে সামনে এগিয়ে নিতে পারব। শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
Read Entire Article