পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ গণদাবি নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই কর্মসূচির আয়োজন করে।
বিকেল সাড়ে ৫টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহুর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত শিবির জনতা, গড়ে তোলো একতা-ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সেখানে দলটির কেন্দ্রীয় ও মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা বক্তব্য দেন।
আরএএস/এমএমকে/জেআইএম