পিই-ভিসি বিষয়ে উদ্যোক্তারা অবগত না থাকায় ঋণ নিতে পারছেন না

1 month ago 14

প্রাইভেট ইক্যুইটি (পিই) এবং ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) সম্পর্কে অনেক উদ্যোক্তা অবগত নন। এ কারণে তারা প্রয়োজনীয় ঋণ নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ।

তিনি বলেন, একজন উদ্যোক্তা হিসেবে উদ্ভাবনের জন্য অর্থায়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরই এগিয়ে আসতে হবে। অর্থায়নের চ্যালেঞ্জ নিরসনে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিকট পিই এবং ভিসির কার্যক্রম আরও জনপ্রিয় করতে উদ্যোগ নেওয়া আবশ্যক।

বুধবার (২৭ নভেম্বর) ডিসিসিআই আয়োজিত ফোকাস গ্রুপ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মসের সঙ্গে উদ্ভাবনী এসএমই ও স্টার্টআপদের যোগাযোগ স্থাপন: অর্থায়ন প্রতিন্ধকতা নিরসন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা হয়।

আশরাফ আহমেদ বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে দেশের আশাব্যঞ্জক প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক নতুন উদ্যোগের সাফল্যের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম প্রয়োজন। এছাড়াও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকে ইক্যুইটি আকারে তহবিল সহায়তা প্রদানের বিষয়টিও এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সাধারণত ব্যাংকগুলো তাদের ঋণের নিশ্চয়তার লক্ষ্যে স্থাবর সম্পত্তির মূল্যের ওপর গুরুত্ব দিয়ে থাকে। মেধাভিত্তিক ব্যবসায়ের ক্ষেত্রে এটি অনেকক্ষেত্রেই প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন বলেন, এই খাতের বিকাশের জন্য একটি সহায়ক নীতি ব্যবস্থার বাস্তবায়ন প্রয়োজন। সম্প্রতি অনেকই উদ্ভাবনী স্টার্টআপ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছেন, যা ইতিবাচক। দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থে তাদেরকে শুরু থেকেই সার্বিক সহায়তা প্রদানের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে।

এসময় তিনি বাংলাদেশের তরুণ উদ্ভাবনী উদ্যোক্তাদের তাদের উদ্ভাবিত পণ্যের মেধাস্বত্ব পেটেন্ট করিয়ে রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় অংশ নেন মসলিন ক্যাপিটাল লিমিটেডের হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ইনভেস্টমেন্ট ম্যানেজার জসিম মোহাম্মদ মিয়া এবং ফিনেগার ফিনটেকের সিইও এম এম এহসান নিজামী।

এতে ৮টি প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, ১৪টি স্টার্টআপ এবং ২৬টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নেন।

এসআরএস/কেএসআর/জিকেএস

Read Entire Article